সুস্বাগতম নব বর্ষ / আগন্তুক / বাংলা কবিতা /
#সুস্বাগতম নব বর্ষ# আগন্তুক এসো নব , এসো হে , এসো , এসো নব বর্ষে ! এসো মলিন মর্ম মোছায়ে , এসো চিত্ত হরষে ! এসো প্রাণে , এসো গানে , এসো নিত্ত নব ছন্দে ! এসো পূলকে হৃদ প্রাঙ্গণে , এসো সুবাসে সুগন্ধে ! এসো নব , এসো হে , এসো আলোক তরঙ্গ ধরে…