কুসংস্কার / রণজিৎ মন্ডল / বাংলা ছোট গল্প /
কুসংস্কার রণজিৎ মন্ডল বলি ও ভালো মানুষের মেয়েরা, এক ধামা চালের গুড়ো বানাতে এক বেলা গইড়ে গেল, আরো দুধামা গুড়ো বানাবে কি আমি মইরে গেলে? কি হয়েছে ঠাম্মা? কি হবে, পৌষ পার্বন দুদিন পর, পিঠেপুলি খাবিনে? খাবো, তা তিন ধামা চালের গুড়ো দিয়ে কত পিঠে পুলি বানাবা, গেরামের লোক কি নেমন্তন্ন করবা নাকি?…