শুধু কবিতা’র জন্য / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
শুধু কবিতা’র জন্য শ্যামাপ্রসাদ সরকার (৩য় পর্ব) তুমি – সুনীল গঙ্গোপাধ্যায় আমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে তোমার দু’চোখে তবু ভীরুতার হিম। রাত্রিময় আকাশে মিলনান্ত নীলে ছোট এই পৃথিবীকে করেছো অসীম। বেদনা-মাধুর্যে গড়া তোমার শরীর অনুভবে মনে হয় এখনও চিনি না তুমিই প্রতীক বুঝি এই পৃথিবীর আবার কখনো ভাবি অপার্থিব কিনা। সারারাত…