ওয়াল্টডিজনি,তোমারসৃজনী / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
ওয়াল্টডিজনি,তোমারসৃজনী প্রেমাঙ্কুর মালাকার ওয়াল্ট ডিজনি, তোমার সৃজনী শক্তি অপরিসীম! গরিবী তোমাকে,দমাতে পারেনি, থামাতে পারেনি হিম। অতি প্রত্যুষে, হাড় হিমশীতে, কাগজ বিক্রি সেড়ে- খাটে আপ্রাণ,’রয়’ ও ‘ডিজন’, হাল যদি কিছু ফেরে! যুদ্ধে গিয়েছে, শেষে দুই ভাই, ‘ডিজনি’র ড্রাইভারি- যুদ্ধের শেষে, ফিরে এলো দেশে, কার্টুনে মাতে ভারী! গরিব ছেলেটা,কার্টুন আঁকে, যাদু তার পেন্সিলে – সেই কার্টুনে, মজে…