অচিন ঠিকানা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
অচিন ঠিকানা মৃনাল কান্তি বাগচী এখণ আর কিছুতে ভয় নাহি করে, যেথায় খুশী সেথায় যাবো তোমায় নিয়ে সুখের তরে। তুমি আমার বন্ধু তুমি আমার প্রাণের সখা, তুমি আমার ভালোবাসার সাথী নিত্য দিনে তব সনে হয় মোর দেখা। প্রেমের কুঞ্জবনে ইচ্ছে মতো যাবো মোরা হারিয়ে, লুটবো মজা দোঁহে মিলে সুখের দরিয়ায় প্রেমের তরী ভাসিয়ে। হৃদয়ের নীল…