হে সুভাষ, প্রণাম / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা /
// হে সুভাষ, প্রণাম // অনিমেষ চ্যাটার্জি সময়ের ফ্যাকাশে সূর্যটাও থমকে গিয়েছে, কুয়াশা জাল ছিঁড়ে ঘোলাটে দৃষ্টিতে ক্ষণকাল অপলকে চেয়েছে পূজাবেদী মূলে, শুধু তোমায় দেখবে বলে। মুহূর্তে থেমে গেছে আর সব, বিবেক অনুসারী হে মহামানব। এখন জন্মলগ্নে তোমার পূজা, ফেলে আসা জীর্ণ পথ হেঁটে ইতিহাসের পাতা উল্টে তোমায় খোঁজা। ঘরে ঘরে উলুধ্বনি, বেজে ওঠে শাঁখ,…