দূর্গা মা / রতন চক্রবর্তী / বাংলা কবিতা / আগমনী সংখ্যা /
শিরোনাম :-দূর্গা মা কলমে :-রতন চক্রবর্তী ****************** দূর্গা মা আসছেন বলে মা মেনকার ঘরে আকাশ বাতাস উঠেছে ভরে আগমনীর সুরে, নীল আকাশের বুকে ভাসছে সাদা মেঘের ভেলা কাশবনেতে কাশফুল আনন্দেতে খাচ্ছে দোলা। ডালে ডালে ঘ্রান ছড়িয়ে ফুটেছে হাজার শিউলি ফুল সরোবরের নীল পদ্ম বাতাসের ছোঁয়ায় খেলছে দুল দুল আকাশ হতে ঝরে পড়া শিশির বিন্দু লাগতেই…