ইচ্ছে / সোমনাথ প্রামাণিক / বাংলা কবিতা /
ইচ্ছে সোমনাথ প্রামাণিক প্রথম থেকে শুরু করার ইচ্ছে আমার বড়ো , আমার এই ইচ্ছেটাকে কেউ পূরণ করতে পারো ? কখনো মনে হয় যেনো চল্লিশটা চারে ফেরৎ পাই ভাবের ঘোরে সত্যি সত্যি যদি এমনটাই হয় ! আমি অবাক হয়ে ভাবি কেমনে গেল চল্লিশটা , আবার কি ফিরে পাবো হারিয়ে যাওয়া শুরুটা । ধুৎ এমন আবার হয়…