তোমার সুখেই সুখ / আগন্তুক / বাংলা কবিতা /
তোমার সুখেই সুখ আগন্তুক🕊️ তুমি কাছে এলে শীতল হয় মন প্রাণ , দূরত্বয় হতাশা গ্রাস করে ! ভালোবাসা কারে কয় বুঝিনি এখনো , তবে তুমি রও সদা এই বুকের ভেতরে ! তোমার হাসিতে ফুল ফোটে ডালে , বসন্তের কোকিল গায় উল্লাসে সুরে ! আমার দেহ – মনের ক্লান্তি গুলি সব , নিমিষেই যায় শান্তি –…