ভ্রমণ রাজস্থান / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
ভ্রমণ রাজস্থান প্রেমাঙ্কুর মালাকার আড়াইশো টাকা,প্যাকেজে আমরা, আজ রাতে মেহমান! তিলক কেটেই, কিশোরী করলো, তোরণেই আহবান! খাতির করেছে, প্লেটে প্লেটে এনে, খাবার দিয়েছে তুলে ; চা-পান করায়,এরা পরদেশী, সেকথা যায়নি ভুলে। রাজস্থানের, গান শুরু হলো, মানেতো বুঝিনা তার- পরিবেশনের, গুণে হয়ে ওঠে, অতীব চমৎকার! ঝুনু উঠে গিয়ে, ভিডিও করেই, ছবি তোলে বারবার ; বেকার তুলছে,…