সেয়ানা বিদেশী খুব / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
সেয়ানা বিদেশী খুব প্রেমাঙ্কুর মালাকার রাজস্থানের, গরিব ছেলেরা, বিদেশীকে ধরে ছেঁকে – সেয়ানা বিদেশী, এক কাঁনা কড়ি, দেয়না পকেট থেকে। সারা পৃথিবীতে, ভারতীয় রাই, অগ্রণী শুধু দানে; বহু ভারতীয়, দান করাকেই, পূণ্য কর্ম মানে! প্রদীপের নীচে, অন্ধকার যে, আমীর রাজস্থানে ; গরিব ছেলেরা, ভিক্ষা চাইছে, শুধুই পেটের টানে! একটি বিদেশী, চিপস চিবোয়, ভূখা মেয়ে হাত…