মাটির বাড়ি / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
মাটির বাড়ি মৌসুমী ঘোষাল চৌধুরী ************ মাটির বাড়িতে থাকত যারা সন্ত্রাস করত না, পাশবিক হত না। পশমিনা ও জড়াতো না। শুধু চেষ্ঠা করত সাঁতরাবার। তেলেভাজা, চা বিক্রি করত যে রমনী, বেঙ্গল পটারী বন্ধ হওয়ার পর। ঠিক যেন বিসর্জনের দুর্গার চোখ। কোনো পুত্র ছিল না, ছিল না কন্যা ও। ছলছল গাগরি ও দুটো নয়ন। মৃদু স্বরে…