জ্বলছে যে চেন্নাই / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
জ্বলছে যে চেন্নাই প্রেমাঙ্কুর মালাকার পাঁচজনে চাপি, পোর্টব্লেয়ারে, চেন্নাইগামী প্লেনে- ‘এয়ার ভিউ’ কে, বিদায় জানাই, হাত নেড়ে টেনে টেনে! প্রভাতি ভোজন,দিয়েছে আজকে, বিমানে ‘কিং ফিশার’- জলে মানা নেই, ছোট্ট বোতলে, তুলে দেয় বারবার। চেন্নাই নেবে, এলাম বাইরে, ভাবি তাপমান দেখে- এমন গরম!দেবে আমাদের, কিলিয়ে কাঁঠাল পেকে! পয় চলে যাবে,এখান থেকেই, প্লেনে চেপে ব্যাঙালোর – তাইতো…