বেপথু / পারমিতা / বাংলা কবিতা / আগমনী সংখ্যা /
বেপথু পারমিতা আমার যেন অন্য কোথাও যাওয়ার ছিল পাকদন্ডী, কুয়াশা সকাল, মেঘের পাহাড়, পাহাড় চূড়ায় থমকে থাকা মনখারাপী হলুদ বিকেল, অতল খাদের গভীরতা ডাক দিয়ে যায় যখন তখন, সেইখানে নয়। অন্য কোথাও আমার যেন অন্য কোথাও যাওয়ার ছিল বুনো গন্ধ, আবছা আলো, নির্জনতা নির্জনতায় কান পেতে কেউ স্পর্শ খোঁজে বনের মধ্যে সিঁথিপথের উধাও প্রান্তে দৃষ্টি…