চিতা / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
চিতা মৌসুমী ঘোষাল চৌধুরী ************* রাজপুত্র, রাজকন্যা, রাজবধূরা শুধোয় কালো মেঘবালিকা, ওগো বিরহিনী ! ওগো শ্রী, তুমিই তো তুমুল। অথচ, নদী বয়েই চলেছ নিঃশব্দে। তোমার নাভিপদ্মে হেম ভরা জীবন রাখবে বলে বলে উঠেছে হেমপুত্র বহুকাল বাঁচতে চাই। বহু বহু জন্ম। কালো মেঘবালিকা, ভাষা ভাষা চোখ নাক মাটো, এক ঢাল চুল বিছিয়ে বলে উঠেছিল এ কালো…