ভুল-ভুলাইয়া / আগান্তুক / বাংলা কবিতা /
ভুল-ভুলাইয়া আগন্তুক ক্রমাগত বয়ে যায় বেলা… ঝরে পড়ে ভোরে ফোটা ফুল। জীবনের স্মৃতি পাতা জুড়ে, রয়ে যায় শত শত ভুল ! কিছু ভুল হয়তো বা শোধরাবার , কিছু ভুল জ্বালায় অবিরত , কিছু রয় নেশাতুর চোখে , কিছু করে উঁচু মাথা নত ! তবুও শিখে চলি মোরা , ভুলের মাশুল দিতে দিতে.. তবুও করে ফেলি…