যা ছিলো হবার / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
যা ছিলো হবার ✍️ প্রদীপ সরকার বড় সাধ ছিলো মনে আর একটিবার, দেখিবো গো প্রকাশ তোমার, এই দুটি নয়নে। লহিবো আঁকিয়া আরও মূর্তরূপে, স্বরূপ তোমা গো প্রিয় নিজ মনগহনে। হায় মুই হতভাগ্য হেন, তুমি চাহ না দিতে গো মোরে স্বীয় দরশন। জানিনা কি দোষ হেন, করিছি যে আমি প্রিয়, বুঝিতে নারে গো তাহে, অবুঝ মন।…