জনসমস্যা / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
জনসমস্যা সুপর্ণা দত্ত 👨👩👦👨👩👧👨👩👦👨👩👧 বিজ্ঞানেরই চমৎকারে কমছে যত মৃত্যুহার রক্তবীজের বংশ ততই এই বিশ্বে নিচ্ছে বাড়। জনসংখ্যা বাড়ছে যত কমছে তত মাটির আকার আটশো কোটি জনজোয়ারে কমছে চাকরি বাড়ছে বেকার। লাগাম যদি না লাগে এই জনসংখ্যার বৃদ্ধিতে একদিন সে হুমকি দেবে মানবজাতির অস্তিত্বকে। চ্যালেঞ্জরূপে দাঁড়াবে সামনে গোটা পৃথিবীর অর্থনীতির পড়বে টান খাদ্য-আবাসে, দুর্বিপাকে এই প্রকৃতির।…