অপয়া / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প /
অপয়া ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় শীতের রাত মানেই দীর্ঘ একটা সময়। এক মায়াবী আচ্ছন্নতা বিরাজ করে তখন। কম্বলের ভিতরে গা ঢুকিয়ে অন্ধকার ঘরে স্মৃতির পট ভেসে ওঠে। আমার জন্ম শৈশব যেখানে কেটেছে সেখানের নাড়ির টান আমাকে হাতছানি দেয়। আমার ঠাকুরদার ছিল জমিদারি আদবকায়দা।তার সাথে জমিদার সুলভ মেজাজ। আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন তিনি। এখনও মনে…