কাঞ্চনমূল্য / বাসুদেব চন্দ / বাংলা ছোট গল্প /
কাঞ্চনমূল্য বাসুদেব চন্দ রোজকার মতো আজও ফোকলি কাজে বসতে না বসতেই হারুকে উত্যক্ত করতে শুরু করল! একটা জোয়ান মেয়ে যদি এভাবে রোজ রোজ চোখাচুখি করতে থাকে তাহলে কাজে মন বসে কীকরে! হারু তাই দেখেও না দেখার ভান করল। ফোকলিও ছাড়ার পাত্রী নয়, খুচরো পয়সা আনার অছিলায় রাস্তা টপকে গিয়ে একেবারে হারুর গা-ঘেঁষা দূরত্বে বসল- “খুচ্চো…