অচেনা আকাশ / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প /
অচেনা আকাশ কাকলি ঘোষ জুতো জোড়া হাতে নিয়ে নাড়াচাড়া করছিলো সুবল। সোলটাতে আর কিছু নেই। তাপ্পি মারতে মারতে শেষ অবস্হায় এসে গেছে। বেচারী তাপ্পির ভারও আর বইতে পারছে না। নাঃ। এবার জুতোটা না বদলালেই নয়। কিন্তু …… কী করে…….. ” কী এত ভাবছো বল তো জুতো হাতে নিয়ে? দুর্গার ডাকে চমকে চোখ তোলে সুবল। ”…