লাল পাথরের দুল / কর্ণ শীল / বাংলা ছোট গল্প / বর্ষবরণ সংখ্যা /
★ লাল পাথরের দুল ★ কর্ণ শীল ———– “ভালো একখানা বেসেছিলাম, বুঝলি? “খুড়ো বিড়িটা দাঁতে কামড়ে ধরলো। সৌভিক বেমক্কা বলে উঠলো, “আহা! আহা! “ বেণীখুড়ো মরা মাছের মত চোখে তার দিকে তাকিয়ে থেকে বললো, “বোঝো! প্রেমিকের বাদশা একেবারে। প্রেমের নাম শুনেই আহা আহা করতে লেগেছে। পুরোটা শোন, না কি? সে বড় দর্দনাক দাস্তাঁ। “ সৃঞ্জয়…