সমুদ্রের সেই দিনগুলি (বিংশতি পর্ব) / শিবপ্রসাদ হালদার / বাংলা স্মৃতিমূলক নিবন্ধ /
সমুদ্রের সেই দিনগুলি (বিংশতি পর্ব) শিবপ্রসাদ হালদার ২৪শে অক্টোবর ২০১৯ নাতনি ‘শ্রীনিকা’র জন্মদিনের অনুষ্ঠান সেখানেই অনুষ্ঠিত হল।জন্মের পর থেকেই সেখানে CHILD SPECIALIST ডাক্তার দেখানো হচ্ছে সেই সূত্রেই ভ্যাকসিন সহ অন্যান্য চিকিৎসার জন্য সেখানেই থাকতে হয়েছে।মাঝে মধ্যে কিছু দিনের জন্য এসেছে এখানে।দিব্যি থেকেছে ভালই।কিন্তু তবুও তার মাঝে যদি কখনও শারীরিক অসুস্থতা অনুভব হয়েছে তখন সঙ্গে সঙ্গেই…