পুরাতনের বিদায়ে নতুনের আবাহন / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
পুরাতনের বিদায়ে নতুনের আবাহন মৃনাল কান্তি বাগচী বছর সমাপন হলে জীর্ণ পাতার মত যায় ঝরে কিছু ভালো কাজ ,কিছু মন্দ কাজ রেখে যায় হৃদয়ে স্মৃতি করে। এ এক অদৃশ্য হাতের খেলা সময় তার নিজের গতিতে এগিয়ে চলে রেখে যায় তার স্মৃতির ভেলা। কিছু সুখের স্মৃতি কিছু দুঃখের স্মৃতি প্রতি বছর রচিত হয় এই কাব্য গীতি…