ঘুম / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
ঘুম দীননাথ চক্রবর্তী তোমার কথার ছোঁয়ায় ছোঁয়ায় মনের চোখে নামে ঘুম , হৃদয় জুড়ে সাগর লহরী লয়ে লয়ে মগ্ন মাধুরী দাও ভরিয়ে শশী চুম মনের চোখে নামে ঘুম। ঘুম কেড়েও দাওযে ঘুম হৃদয় জুড়ে কুঞ্জ ধুম , কলায় কলায় ক্লান্ত মেদুর শান্ত স্বপন বিধুর আতুর গভীর গোপন নিঝুম মনের চোখে নামে ঘুম। দাও ভুলিয়ে যত…