স্বপ্ন / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
স্বপ্ন ✍️ প্রদীপ সরকার আজি এ প্রভাতে, মোর হৃদয়েতে, যেন আইলো ভাসিয়া ফাগুন কুসুম মেলা। তোমার আঁখির ওই নজরে, পরাণ আমার উদাস করে, হৃদয়ে যেন করুণ সুরে সুররাশি করে খেলা। ওগো অভিমানীনি, সজনী মম ও সজনী। কেমনে বোঝাই তোমায়, তুমি আমার মনের রাণী। মনটা তোমার হারিয়েছে মোয়, হৃদয় কয় জানি জানি। মনে তোমার আসন পাতি,…