লড়াই (পঞ্চম পর্ব) / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ধারাবাহিক গল্প /
লড়াই (পঞ্চম পর্ব) ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় মালবিকা সরকারী স্কুলের দিদিমণি। বিয়ের বাজারে তার দাম এখন অনেক। কিন্তু মালবিকা কবিকে ভালোবেসে ফেলল। বাংলাতে এম এ করেছেন কবি। পৈতৃক কিছু সম্পত্তি আছে বটে তবে তা জটিলতায় ভরা। কবির নাম অমলকান্তি। সেই অমলকান্তি। যে রোদ্দুর হতে পারেনি। দিনের পর দিন পারিবারিক কলহ যাকে একাকী করে দিয়েছিল। তবুও যৌবন আসে।…