বিবেক / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
বিবেক স্বপ্না নাথ বিবেক ঘুমিয়ে আছে, নরম বিছানায়,আয়েসে। মাঝে মাঝে পাশ ফেরে, মাথাও হয়তো তোলে, হয়তো দু ফোটা অশ্রু ও ঝরে, তুই পা ঝুলিয়ে দেয়, প্রতিবাদের সুরে, আবার পাশ ফেরে সুরক্ষিত শয্যায়। যুগে যুগে নারী কড়া নাড়ে বিবেকের দরজা য়, তার জঠরে সৃষ্ট মানব কুলের পদপ্রান্তে যাচনা করে মাতৃত্বে সম্মান। কত বানতলা, কত কাম দুনি,…