ভাবনার এই নাগরদোলায় / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /
ভাবনার এই নাগরদোলায় শ্রী নীলকান্ত মণি তবুও বেঁচে থাকি, সাজাই এ সংসার অসার বোধের বাড়-বাড়ন্ত, আজ বাহার দিয়ে ভুলিয়ে যায় ভুলিয়ে রাখে মন পায় নাকো যার অন্ত! হুঁ! ভাবনার এই নাগরদোলায় আমরা সবাই পাক খাচ্ছি ক্রমাগত খেয়েই যাচ্ছি মাথা যাচ্ছে ঘুরে সত্যি মিথ্যার ঠাহর হচ্ছে না তাই ঠিক মতো! নানান ছলে যাচ্ছি ভুলে, ভুলিয়ে রাখছি,…