নারী পুরুষ মানুষ সবাই / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /
নারী পুরুষ মানুষ সবাই শ্রী নীলকান্ত মণি ছোটো বড়োর ভাগাভাগি নয় কিছু, তা মিথ্যে বড়াই ক্ষেত্র মতন করলে যতন তাতেই সুখী হয় যে সবাই৷ বেঁচে থাকার তাগিদ আছে তাই তো থাকি পাশাপাশি দুঃখ আছে সুখ ও আছে জীবনকে তাই ভালোবাসি৷ নিত্য নূতন রসদ যোগায় ওঠা পড়ায় ভাঙ্গা গড়ায় হয় সম্ভব লিখন তাতেই জীবন খাতার…