এ যুগের ছেলে মেয়ে / অনুচিন্তায় – নবু / বাংলা কবিতা /
এ যুগের ছেলে মেয়ে অনুচিন্তায় – নবু এ যুগের ছেলে মেয়ে হয়েছে ভীষণ রাসভারী, থাকলে বাপের, অধিকারি- আর, নিজের হলে অহংকারী ভাব দেখায়। গাড়ি-বাড়ি, টাকা-কড়ি, সবকিছুতেই বাড়াবাড়ি, সংসারে নেই ভালোবাসা, তবু সব কিছুতে, ঘোরায় ছড়ি- যারা সদাই, তারা পথ হারায়। বড় হওয়ার স্বপ্ন দেখে, বাস্তব কী জানেনা, ঠিক পথ দেখলেও , ওরা তা মোটেও মানেন-শুধু…