এ কেমন স্বাধীনতা? / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
এ কেমন স্বাধীনতা? সুপর্ণা দত্ত বহু বীর সন্তানের রক্তে ভেজা অর্জিত ভারতের স্বাধীনতা, বহু মায়ের কোল খালি করা দুঃখী মায়ের কষ্টের স্বাধীনতা। শত শত স্ত্রীর সিঁথির সিঁদুর মোছানো হাহাকারের স্বাধীনতা, কত শত নারীর আত্মসম্মান আর বেদনা বিধুর এই স্বাধীনতা। বহু কাঙ্খিত, বহু লড়াই তরুণশক্তির স্বপ্নের স্বাধীনতা, বদ্ধ ঘরের দুয়ার ভেঙ্গেছে পুরুষের সাথে নারীর সাহসিকতা। বিপ্লবীদের…