তালপাতার পাখা (দ্বিতীয় পর্ব) / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ধারাবাহিক গল্প /
তালপাতার পাখা (দ্বিতীয় পর্ব) ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় আজ রান্না চাপাতে দেরী হল শেতলার। এক ঝুড়ি কাঠখড়ি কুড়িয়ে এনে ভাত বসালে। বড়ো তিজেল হাঁড়িতে টগবগ করে ফুটছে ভাত। এর ফাঁকেই ছুটে চলল ঠাকুরঝি পুকুরে। এই পুকুরের একটা ইতিহাস আছে। সেই কবে কোন জমিদার গিন্নি তার ঠাকুরঝিকে এখানে ডুবিয়ে মেরেছিল। দুদিন আগে তালপাতা ফেলে গিয়েছিল শেতলা। এখন ধীরে…