লড়াই / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ধারাবাহিক উপন্যাস /
লড়াই ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় এই গল্পের নায়িকা মালবিকা।জনাই এর কাছে একটা স্কুলের দিদিমণি। যার কাছে জীবন মানে লড়াই। একটা পথ যখন পার হতে হয় তখন কত ঝড় ঝঞ্ঝা আসে মানুষের জীবনে। মালবিকার ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটে নি। আর একটা ব্যাপার থাকে। সেটা হল রূপ। মানুষ মুখে বলে বটে গুণ আগে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় রূপের পিছনে…