ভাঙা-গড়া / বাসুদেব দাশ / বাংলা ছোট গল্প /
ভাঙা-গড়া (Remarriage) বাসুদেব দাশ সংযুক্তা বণিক বাবা মায়ের এক মাত্র মেয়ে l খুব ছোট বেলা থেকেই ভীষণ আদর যত্নের মধ্যে দিয়ে বড় হয়েছেl বাবা ব্যাঙ্ক এ চাকরি করতেন আর মা স্কুলের টিচার l বাবা মা দুজনেই যেহেতু চাকরি করতেন তাই সংযুক্তাকে ছোট বেলা থেকে কাজের লোকের কাছে থাকে মানুষ হতে হয়েছে l স্নান খাওয়া দাওয়া…