বিশ্বকবি / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
বিশ্বকবি স্বপ্না নাথ সুদূর মহাকাশে শত শত নক্ষত্রের কত আলো! কত শত কিরণের ছটা। মহাজগতের আলোয় আলোকিত হয়ে তুমি এসেছিলে ধরাধামে, প্রভাতের প্রথম আলোয় হামা দিয়ে তোমার যাত্রা শুরু। ********************* তখন তুমি শিশু রবি, ফুল আর পাখিদের গানে, এঁকেছিলে নির্ঝরের ছবি। ঊষার শিশিরে, হরিৎ পত্রে, বৃষ্টির ফোঁটা য়, নীল আকাশের বিহঙ্গের ডানায়, তোমার চোখের মায়ায়…