শীত / দীননাথ চক্রবর্তী / বাংলা প্রতিবেদন /
শীত দীননাথ চক্রবর্তী পৌষের সকালের রোদ যেন খামে ভরা প্রথম প্রেমপত্র। হৃদয়ে হৃদয়ে মন্থনের উষ্ণতা। চোখের অঞ্জনে লেখা সে চিঠি। পত্রের ছত্রে ছত্রে প্রিয়র উপস্থিতি। পত্রই প্রিয়কে এনে দেয় কাছাকাছি। সেই পত্রই কখন হয়ে যায় হৃদয়। সেদিক দিয়ে পত্রই তো হৃদয়ের অভিব্যক্তি বা প্রতিচ্ছবি। সকালের রোদের মধ্যে নিজেকে এক করে দিয়ে , মিশিয়ে দিয়ে উষ্ণতার…