“ইউরেকা! ইউরেকা! কখন মৃত্যু লেখা? / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
“ইউরেকা! ইউরেকা! কখন মৃত্যু লেখা?” প্রেমাঙ্কুর মালাকার হ্যাললো নায়েব!কেন দুইদিন? আসোনাই দফতরে? সাহেব! গিয়েছি,অন্ত্যেষ্টিতে, বাবা করোনায় মরে! এর পর হবে, কাকার মৃত্যু- অন্ত্যেষ্টিতে গেলে- বিনানোটিশেই,যেতে পারবেনা, তুমি দফতর ফেলে! দরখাস্তেই, দুইদিন আগে, এরপর ছুটি লবে! হুজুর বলুন? কাকার মৃত্যু? কখন কোথায় কবে? আপনাকে পাই, শ্রেষ্ঠ জ্যোতিষ! ইউরেকা!ইউরেকা! কাকাকে আনবো! জানবো কখন, ললাটে মৃত্যু লেখা? —oooXXooo—