মর্নিং-গ্লোরী / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প /
মর্নিং-গ্লোরী শ্যামাপ্রসাদ সরকার ‘এখন দয়া করে খবরের কাগজ থেকে মুখটা তুলে চা’টার সদ্ব্যবহার করলে ভাল হয়!’ আর একটু পরে ঠিক তেমনই কাংস্য বিনিন্দিত কন্ঠে আওয়াজ উঠল, ‘চান শেষ করে জামা পড়তে যে মেয়েদেরও হার মানালে দেখছি! চা আর জলখাবার কখন দিয়েছি! শুধুশুধু অফিসে দেরী হবে শুনিয়ে আমায় তাড়া দাও!’ সমরেশ বাবু এতক্ষণে চেয়ার ছেড়ে উঠলেন।…