ছুরি / রতন চক্রবর্তী / বাংলা কবিতা /
ছুরি রতন চক্রবর্তী লৌহ নির্মিত চকচকে এই বস্তুটির নাম শুনলেই ভয়ে চোখজোড়া কপালে ওঠে ! রাস্তার ধারে খুন হয়ে পরে থাকা কোন মানুষের দৃশ্য চোখের তারায় ভেসে ওঠে !! আদতে সত্যি কি ছুরি খুনের জন্য ? ভাই , তা কিন্তু নয় | ছুরি ব্যবহারকারী মানুষের ইচ্ছের উপর ছুরির গুন ধার্য্য হয় || খুনির হাতের ছুরি…