আপন জন (পঞ্চদশ পর্ব) / কাকলী ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
আপন জন (পর্ব পঞ্চদশ) কাকলী ঘোষ তাড়াতাড়ি হাত চালাচ্ছিল শিখা। আজ অনেক গুলো পদ রাঁধতে হবে। এমনিতে এরা লোক দু জন। খুব কিছু ঝামেলা নেই। ভাত, ডাল , ভাজা আর একটা মাছের পদ । শেষের পাতে অম্বল বা চাটনি। এটা অবশ্য রোজ চাই দুজনের। বয়স হয়েছে তো। একটু শেষ পাতে চাটনি না হলে মন ভরে…