আপন জন (পঞ্চম পর্ব) / কাকলী ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
আপন জন পঞ্চম পর্ব কাকলী ঘোষ ততদিনে তো উত্তেজনায় সুখেনের রাতের। ঘুম যেতে বসেছে। দিন রাত পিসির কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করেছে , “ আমি কলকাতায় যাব। কারখানায় কাজ করব। ওই নিমাইদার মত। বসন্ত জামাইয়ের মত।” শেষে আর ঠেকাতে পারল না পিসি। পাঠিয়ে দিল । সে ই কলকাতায় আসা। নিমাইদা অবশ্য কথা রেখেছিল। একটা…