একটু নস্টালজিক / রিমা দাস / বাংলা কবিতা / সংখ্যা ৩ /
“একটু নস্টালজিক” –:: রিমা দাস (২০) ::– শহরতলির গলি জুড়ে দুপুর গড়িয়ে বিকেল নামে। জানলার গরাদের ফাঁক দিয়ে এক চিলতে রোদের টুকরো এসে পড়ে শ্বেতপাথরের মেঝেটায়। আলো- আঁধারিতে দেখি পশ্চিমের আকাশ। শরতের সাদা মেঘের তুলিতে নীলের ক্যানভাসে কার জানি মুখ ভেসে ওঠে! কিন্তু কার মুখ? সে কি সিংহবাহিনী নাকি নিরাকার আল্লাহ্? নাকি যাবতীয়…