মা নৌকাটি / উজান উপাধ্যায় / বাংলা কবিতা / সংখ্যা ৫ /
“মা নৌকাটি” —:: উজান উপাধ্যায় ::— কাঠ দেখেছি ঘাট দেখেছি জলের ভিতর মা একটা নৌকা মায়ের স্তনে, ধাত্রী বেজন্মা… হাওয়ার হদিশ, নৌকাতারায়..উড়ন্ত বহ্নি.. কাঠ ভেসেছে অন্ধস্নানে…চুল্লি জোগান দি.. শেষের মধ্যে লুকিয়ে শুরু, পাড় আসলে ছল. শূন্য নীড়েই ভাসান পাথর.. অনন্ত উজ্জ্বল.. একতারা যায়, দোতারা বায়..নোঙর ফন্দি গান.. কাঠ বুঝেছি..মাটির ঠোঁটে..ভাঙা ডানার ভান.. যে নৌকাটা…