ছেলেটা একটু যত্ন আত্তি পেলে! মহীরুহ হতো দিয়ে ডালপালা মেলে! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / সংখ্যা ৬ /
“ছেলেটা একটু যত্ন আত্তি পেলে! মহীরুহ হতো দিয়ে ডালপালা মেলে!” -:: প্রেমাঙ্কুর মালাকার ::- প্রথম যখন এই বিল্ডিং আমি আসি বসবাসে; ওকে দেখতাম আমি রোজ রোজ ভাবতাম কেন আসে? প্রথমে ভেবেছি কোনো আবাসিক ওযে তার সন্তান; পরে ভুল ভাঙে কর্মচারীসে পরিষেবা অবদান। পরদিন জানি নীচের গ্রোসারি তার ডেলিভারি বয়; মুগ্ধ হলাম পেয়ে বহুমুখী…