মায়াবী কীর্তন / প্রবীর ভৌমিক / বাংলা কবিতা / সংখ্যা ২ /
—:: মায়াবী কীর্তন ::— কবি : শ্রী প্রবীর ভৌমিক বরফের স্তূপে চাপা পড়ে আছে প্রাক্তন আলোড়নগুলি – অন্বেষার মেধাবী ভ্রমণ, উত্তেজনা চাপা পড়ে আছে হিম বরফের স্তূপে। সে ছিল এখানে – এখানে সে প্রতিটি সন্ধ্যায় আকাশ প্রদীপ জ্বালত, জেগে উঠত শান্ত সরোবর এখানে সে গান গাইত রূপকথার প্রিয় রমণীর জন্য তুলে আনত হলুদ…