পূর্বমেঘ / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প / সংখ্যা ৮ /
পূর্বমেঘ ◆◇◆◇◆ –:: শ্যামাপ্রসাদ সরকার ::– উজ্জয়িনীর মহাকাল মন্দির। সুপ্রাচীন কাল থেকে অনুষ্ঠিত এই রহস্যাবৃত ভস্মারতি সমাপনের আর সামান্যই বাকী। এ এক আশ্চর্য প্রকারের আরতি। মধ্যরাত্রির দুই প্রহরে জ্যোর্তিলিঙ্গটিকে প্রথমে রাজকীয় শৃঙ্গার বেশে সাজিয়ে ক্রমশ তার উপর শ্মশানের চিতাভস্মের প্রলেপনের পর মৃদঙ্গ, ডম্বরু আর শতশৃঙ্গ বাদ্য সহযোগে এই আরতি অনুষ্ঠিত হয়। শৈবাধূত সন্ন্যাসীদের…