ওগো বসুমতি / রঞ্জিত চক্রবর্ত্তী / বাংলা কবিতা / আগমনী সংখ্যা /
“ওগো বসুমতি” –:: রঞ্জিত চক্রবর্ত্তী ::– তুমিই সেই নীলাম্বরী বসন পরিহিতা – শুভ্র গগনে – ঘন মেঘের মালা গাঁথা। তুমিই তো অম্বর মাঝে, দীপ্তিমান আলোর মেলায় ভাষিয়ে দিলে এই ধরনীকে – খুশির ভেলায়! তুমি ভোরের হাওয়া – বয়ে যাও আলপনা খেলে – উন্মাদ ভ্রমরা তুমি বিরাজ শতদলে। সাদা কবুতরগুলি ভিজে বেড়ায়, তোমার আলোর…