পঁচিশে বৈশাখ / পার্থসারথী চট্টোপাধ্যায় / বাংলা কবিতা / সংখ্যা ২ /
—:: পঁচিশে বৈশাখ ::— কবি – পার্থসারথী চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ, ক্যালেন্ডারে কি তুমি কেবলমাত্র দুদিনের উৎসব? এই বিশ্বাস আঁধার কাটিয়ে ভাঙে নিত্যদিনের প্রভাতকালীন স্তব। এই বাংলার সংগ্রামী ঘর রাখে নবান্নে ভাত ফোটবার কাছে ঋণ, প্রত্যাশাগুলি ফুলের মতন ফুটে আনে প্রত্যহ তোমার জন্মদিন। আকাশের রঙ বদলায়, পাখি ডাকে এই তবে নবজীবনের সমারোহ! পাথরে উৎসারিত যে জলপ্রপাত…