ঘোড়ার ডিমের গপ্পো / উজান উপাধ্যায় / বাংলা কবিতা / সংখ্যা ৩ /
“ঘোড়ার ডিমের গপ্পো” –:: উজান উপাধ্যায় ::– আমি কি সময়কে নষ্ট করেছি নাকি সময় আমাকে? একটি ছোট্ট প্রশ্নের ভিতরে ফুরিয়ে যাওয়ারা পুড়ে পুড়ে আরও প্রবলভাবে বড় হয়ে যাচ্ছে ইচ্ছায়…. ইচ্ছেরা আমাকে গড়েছে নাকি আমিই ইচ্ছেদের? গোত্রহীন যারা তাদের স্তোত্র হলো পাত্রের মাত্রাহীন গভীরে ডুবে যাওয়া…. সময় আমাকে মারে রোজ নাকি আমিই মেরেছি তাকে?…