বলো ‘দুর্গা’ মা কি জয় / সুমান কুন্ডু / বাংলা কবিতা / আগমনী সংখ্যা ৯ /
“বলো ‘দুর্গা’ মা কি জয়!” ★**************************★ –:: সুমান কুন্ডু ::– শারোদৎসব এল ফিরে এই ধানসিঁড়িটির তীরে কুড়ির পুজো একটু আলাদা ভার নিয়ে বলছে প্যালাদা। করোনায় দেবীর বোধন কার্তিকে দোলায় গমন। অসুরবিহীন কি দুর্গা এবারের মর্ত্যলোকে অভাব খাবারের, অসুর বেটা বেজায় খুশি সদস্যপদ জুটিয়ে দেশী। নেই দেবীর সিংহ বাবাজী গেছে খেলতে সেও পাবজী। কার্তিক…