কবিতা আর হাতিয়ার / ইন্দ্রাণী ব্যানার্জী / বাংলা কবিতা / সংখ্যা ৫ /
“কবিতা আর হাতিয়ার” — :: ইন্দ্রাণী ব্যানার্জী ::– একদিন এমন কবিতা লিখবো তোমাদের মুখোশ খুলে যাবে অদৃশ্য হুন্ডিগুলো পালাবার পথ পাবে না। আমার কবিতা নিয়ে আমি অস্ত্র বানাবো। তোমাদের লুকিয়ে রাখা শোষণের হাতিয়ার গুলোকে কুপোকাত করবে ওটা। তোমরা জানো তো কবিতার কত শক্তি নিখিল মানুষ একসুরে কবিতা পাঠ করবে। যুগান্তরের বার্তা নিয়ে আসরে…