বিসর্জন / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“বিসর্জন” –:: রণজিৎ মন্ডল ::– জীবনের শেষের বেলায়, মেতেছো এ কোন খেলায়, জানো কি, সামনে তোমার বিসর্জন, খোল করতাল পিছে, হরিনাম শোনায় মিছে, জানো কি হারিয়েছো শক্তি শ্রোবন! যারা আজ সঙ্গী তোমার, কেউ যে নয় আপনার, জ্বালাবে চিতায় তুলে তারাই আগুন! রূপে রসে গন্ধে যেদিন, ভরে ছিল জীবন সেদিন, দিয়েছিলে কত জনের নিমন্ত্রন,…