ধর্ম থাকুক মনে / বৃষ্টি পাল / বাংলা কবিতা / সংখ্যা ৫ /
“ধর্ম থাকুক মনে” –:: বৃষ্টি পাল ::– করোনার ভয় উধাও হঠাৎ, ধর্ম তুলেছে ফনা| পেটে জ্বলছে খিদের আগুন সে কথা বলাও মানা| আমি হিন্দু, আমি মুসলিম বলছি যে গলা তুলে| সবার আগে মানুষ আমরা সে কথা যে গেছি ভুলে| ঈদ্ মুবারক, জয় শ্রীরাম বলেনি যে হাসি মুখে, ব্যাটা নাস্তিক বলে সবাই মিলে লাথি মারো…