সভ্যতার সাধনায় / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
####” সভ্যতার সাধনায় “#### ¤●¤●¤●¤●¤●¤●¤●¤●¤ –:: শিব প্রসাদ হালদার ::– সত্যকে গলাটিপে গর্হিত গর্জনে, অশুভ অসত্যের অহরহ অনুপ্রবেশ। পরম সত্যের সার্থক সাধনায়-কবে হবে তার শেষ ? সঠিক সভ্যতার প্রবল প্রয়োজনে, সত্যতার শত্রুদের সতত করে চলো নিধন। রং মাখা রমরমা অসত্য অনাচারে, বিনম্র ভাব নিয়ে-বিনষ্টে যাদের আগমন, চুপিচুপি চারিপাশে অসভ্য চলন বলন; অন্যায়ে অভিনব…