সেই প্রভাতে নেই আমি / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প / সংখ্যা ৫ /
“সেই প্রভাতে নেই আমি” ********* ~~:: শ্যামাপ্রসাদ সরকার ::~~ অসুখটা এবার বোধহয় সারবেনা। আর না সারলেও যদিও বিধাতাকে কোন দোষ দেবেন না তিনি। আশিবছরেও যদি সব কলকব্জা ঠিকমতই চলে তবে আর বয়স হবার কি মানে? এখনো সূর্যোদয়ের আগে ঘুমটা ভাঙে নিয়ম করে। মুখহাত ধুয়ে বারান্দায় চেয়ার পাতা আছে সেখানে একটু বসে উপাসনা করেন…