ডাক / প্রবীর ভৌমিক / বাংলা কবিতা /
“ডাক” –:: প্রবীর ভৌমিক ::– সকাল থেকে ডাকছি দেখো বিকেল থেকে ডাকছি ঘুমের ভিতর আসছি যেমন মনের ভিতর ভাঙছি সহস্র দল পদ্ম ছিঁড়ে পাতাল বেয়ে নামছি। যৎ সামান্য রেশম বাধা অবশিষ্ট সমুদ্দুরের ফেনা এসব খেলা ক্লান্ত হয়ে উৎস সন্ধানে তোমায় আমি ডাকছি সকাল থেকে বিকেল থেকে… রাত্রি ব্যাপি ডাকছি। ◆◇◆◇◆◇◆◇◆