প্রায়শ্চিত্ত / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“প্রায়শ্চিত্ত “ –:: রণজিৎ মন্ডল ::– আর পারি না বেদনা সহিতে, আকাশ থেকে মেঘেরা কয় এ আমাদের অনুনয় নয়, এ বিদ্রোহ ঝরিয়া মাটিতে, নিভাইবো আগুন পৃথিবীতে আজ যা, চাও তোমরা জ্বালিতে! আকাশে আকাশে যত মেঘ ভাসে, যাদের করুণায় পৃথিবী হাসে, জ্বলিছে পৃথিবী কার অভিলাষে জ্বালাইয়া পুড়াইয়া মারিতে! দেখিবো না আর ভাসিয়া থাকিয়া, আসিছে…