জরিমানা / প্রাপ্তি মুখোপাধ্যায় / বাংলা কবিতা / সংখ্যা ৬ /
“জরিমানা” ◆◇◆◇◆◇◆ –:: প্রাপ্তি মুখোপাধ্যায় ::– সমস্ত বিচ্ছেদের জরিমানা হিসেবের অনুগত নয়। জানলার গায়ে পাঁচিল উঠলে কারো নিরাপত্তা বাড়ে, কারো বুকের অসুখ। যাপন আপডেটে হেডলাইনের নাম আদতে মিথ্যে বা সাজানো বা ভুল। দেয়ালের রংতুলি , সুমন্দ্র কলঘরে মৃদুমন্দ অশ্রুঘনস্নান, আনা গোলাপের তোড়া না-আনা বাসমতী বা ধূপ, দাগধরা পিরিচটা তুলে রাখা- সেলাইবাক্সে রাখা জামার বোতাম সবেরই…