বসবাসহীন / প্রাপ্তি মুখোপাধ্যায় / বাংলা কবিতা /
“বসবাসহীন” 🌿🌿🌿🌿🌿 –:: প্রাপ্তি মুখোপাধ্যায় ::– আলাহিয়া বিলাবল থামলে, অবেলার রোদ্দুর অনিয়ম এনে দেয় বেশ ! আশ্বিন পিঠে করে বাক্সবাদামের গাছগুলো মাঝে মাঝে হুঁশিয়ারি দেয়। তখন কাদের ঘরে বৃন্দাবনী সারং বেজে ওঠে। ছাদের আলসে ধরে এখানে ওখানে অবাঞ্ছিত শেকড়ের শ্রেণীসংগ্রাম কিম্বা একপেশে অবৈধ বসবাস। পশ্চিমমুখে দাঁড়ালে একটা ছাপোষা পুকুর, ঈশানকোণ যার কোনোমতে রাবীন্দ্রিক…